ওয়েবডেস্ক- হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতির (Retired High Court Judge) নেতৃত্বে একটি তদন্ত কমিশন গঠন করেছেন মুখ্যমন্ত্রী (Cm MK Stalin)। বিচারপতি অরুণা জগদীশন (Justice Aruna Jagadeeshan) ওই কমিটির নেতৃত্ব দেবেন। পদপিষ্ট হওয়ার ঘটনার পর মুখ খুলেছেন অভিনেতা বিজয় (Actor Vijay) ।
সোশাল মিডিয়ায় তিনি বলছেন,শোকপ্রকাশের ভাষা খুঁজে পাচ্ছি না। আমার যে সব ভাই-বোনেদের প্রাণ গিয়েছে তাঁদের পরিবারের প্রতি সমবেদনা জানাই। যারা আহত হয়েছেন তাঁদের দ্রুত সুস্থতা কামনা করি।
রবিবার সকালেই ঘটনাস্থলে পৌঁছে যান মুখ্যমন্ত্রী স্ট্যালিন। হাসপাতালে গিয়ে আহতদের সঙ্গে দেখা করেন। তাঁদের সমস্তরকম সাহায্যের আশ্বাস দেন।
মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন, মৃতদের পরিবার পিছু ১০ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য করবে সরকার। আহতদের চিকিৎসার জন্য দেওয়া হবে ১ লক্ষ টাকা করে।
সূত্রের খবর, ওই মিছিলে বক্তৃতা দেওয়ার কথা ছিল বিজয়ের (Vijay)। কিন্তু সেখানে তাঁকে দেখার জন্য প্রায় ৩০ হাজার মানুষ ভিড় করেছিলেন। বক্তৃতা শেষ হওয়ার পরেই হুড়োহুড়ি লেগে যায়। পরিস্থিতি বুঝতে পেরে এগিয়ে আসেন বিজয়ও। পুলিশের থেকে ওই মিছিলে আক্রান্ত ব্যক্তিরা সাহায্যও চান। কিন্তু শেষ রক্ষা হল। মৃত্যু হল অনেকের। সেই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
আরও পড়ুন – তামিলনাড়ু: মৃত আহতদের ক্ষতিপূরণ স্টালিনের, শোকস্তব্ধ প্রধানমন্ত্রী
ঘটনার পরেই তামিলনাড়ু (Tamilnadu) সরকারের তরফে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হয়েছে। আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে বলে জানা যাচ্ছে। তবে এই প্রথম নয়, এর আগে অভিনেতা অল্লু অর্জুনের অনুষ্ঠানের ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। সেইরকমই স্মৃতি ফিরে এল বিজয়ের মিছিলে।
দেখুন আরও খবর-